বিয়ানীবাজার সংবাদ
২৩ ডিসেম্বর বিয়ানীবাজারে ইউপি নির্বাচন

বিয়ানীবাজার টাইমসঃ তফসিল ঘোষনা হয়েছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের। আগামী ২৩ ডিসেম্বর রোজ বৃহস্পতিবার চতুর্থ ধাপের নির্বাচনে হবে বিয়ানীবাজারের ১০ টি ইউনিয়নে হবে নির্বাচন।
ধবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে এই তফসিল ঘোষণা করা হয়।
ঘোষিত তফসিল অনুযায়ী, চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ২৫ নভেম্বর, মনোনয়ন বাছাই ২৯ নভেম্বর এবং প্রত্যাহার ৬ ডিসেম্বর। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৩ ডিসেম্বর।
বিয়ানীবাজার উপজেলা নির্বাচন অফিসার সৈয়দ মো. কামাল হোসেন জানান, ঘোষিত তফসিলে বিয়ানীবাজার উপজেলার নাম রয়েছে। আগামী ২৩ সে ডিসম্বের এ উপজেলার ইউনিয়নগুলোতে নির্বাচন অনুষ্টিত হবে। তিনি বলেন, বিশ্বস্থ সূত্রে এ তথ্য পাওয়া গেছে। দাপ্তরিক আদেশের জন্য তিনি অপেক্ষামান রয়েছেন।