বিয়ানীবাজার সংবাদ

২০ বছর পর লাশের কফিন হয়ে বাড়ি ফিরলেন স্কটল্যান্ডে নিহত সেলিম, দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদকঃ ইউরোপের স্বপ্নে পাড়ি জমিয়েছিলেন স্বপ্নের দেশ যুক্তরাজ্যে। ২০ বছর পর স্কটল্যান্ডে পেয়েছিলেন বৈধভাবে বসবাসের সুযোগ। কথা ছিলো দেশে ফিরেই বিয়ে করবেন, তিনি ফিরলেন বাড়িতে তবে কফিনে করে। স্কটল্যান্ডে  গত ১৭ সেপ্টেম্বর একটি রেস্তুরায় কথাকাটাকাটির জের ধরে সহকর্মীর ছুরিকাঘাতে নিহত বিয়ানীবাজার পৌরসভার ফতেহপুর এলাকার সেলিম উদ্দিনের দাফন সম্পন্ন হয়েছে।

শুক্রবার (৮ অক্টোবর) দুপুর দুইটায় ফতেহপুর শাহী ঈদগাহ মাঠে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

এর আগে মঙ্গলবার স্কটল্যান্ড পুলিশ স্বজনদের কাছে লাশ হস্তান্তর করলে গত বুধবার লন্ডনে তার প্রথম জানাযা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার মরদেহ দেশে পাঠানো হলে আজ শুক্রবার সকালে সেলিম উদ্দিনের মরদেহ বাড়ি আসে। এসময় হৃদয় বিধারক দৃশ্যের অবতারণা ঘটে।

দীর্ঘ ২০ বছর পর বাড়ি আসা সেলিমের মরদেহ দেখতে আসা আত্মীয়-স্বজনসহ প্রতিবেশিদের সবাই কান্নায় বেঙ্গে পড়েন।

দুপুর দুইটায় জানাযার নামাজের পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় সবাই সেলিমের ঘাতকের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেন। জানাযায় অংশ নেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র আব্দুস শুকুর, সাবেক পৌর প্রশাসক তফজ্জুল হোসেন, রাজনীতিবিদ জাকির হোসেন, আবু নাসের পিন্টু, কাউন্সিরর নাজিম উদ্দিনসহ রাজনীতিবিদ, জনপ্রতিনিধিসহ এলাকার শোকাহত মানুষ।

জানাযার নামাজ শেষে মা ও বাবার কবরে পাশে সেলিম উদ্দিনকে দাফন করা হয়।

Back to top button