বিয়ানীবাজার সংবাদ

ব্যবসায়ী ও রাজনীতিবিদ সুমনের ফোন ছিনতাই, সতর্ক থাকার আহ্বান

বিয়ানীবাজারঃ ঢাকা থেকে বাড়ি আসার পথে যাত্রাবাড়ি এলাকায় ছিনতাইয়ের শিকার হয়েছেন বিয়ানীবাজারের ব্যবসায়ী ও রাজনীতিবিদ রোটারিয়ান সারওয়ার হোসাইন সুমন। বুধবার দিবাগত রাত ১২টার দিকে তার মুঠোফোন ছিনতাই করে নিয়ে যায় এক ছিনতাইকারি।

ব্যবসায়ী সুমন জানান, তার ছিনতাই করা মুঠোফোন ব্যবহার করে ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইমো, হোয়াটসঅ্যাাপে অনাকাংঙ্খিতভাবে কেউ যোগাযোগ করলে তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

তিনি জানান, ঢাকা থেকে বাসে করে বাড়ি ফেরার সময় আচমকা এক ছিনতাইকারি তার ব্যবহৃত মুঠোফোনটি ছিনতাই করে পালিয়ে যায়।

Back to top button