বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে ৪ দিন থেকে কিশোর নিখোঁজ, থানায় জিডি

নিজস্ব প্রতিবেদকঃ বিয়ানীবাজার দুবাগে ৪ দিন থেকে এক কিশোর স্কুলছাত্র নিখোঁজ রয়েছে। নিখোজ কিশোরের নাম মোহাম্মদ ইব্রাহিম ওরফে মাজুম (১৩)। সে উপজেলার দুবাগ ইউপির নয়া দুবাগ গ্রামের দুদু মিয়ার পুত্র ও ৬ষ্ঠ শ্রেনীতে অধ্যয়নরত।

নিখোঁজের ঘটনায় নিখোঁজ কিশোরের মা বিয়ানীবাজার থানায় সাধারন ডায়রি দায়ের করেছেন, জিডি নং-৫৯।

স্বজন ও জিডি সুত্রে জানা যায়, গত পহেলা অক্টোবর বিকালে বাড়ি থেকে একটি পুরাতন সাইকেল বিক্রি করার কথা বলে বের হয়ে দুবাগ বাজারের একটি দোকানে ৪৫০ টাকায় সাইকেল বিক্রি করে আর বাড়িতে ফিরে আসেনি। তাকে বিভিন্ন জায়গায় খোজাখোজি করে সন্ধান না পেয়ে তার মা পরদিন বিয়ানীবাজার থানায় একটি সাধারন ডায়রি দায়ের করেন।

কোনো ব্যাক্তি ছবিতে থাকা ছেলেটিকে চিনে থাকলে নিকটস্থ থানায় যোগাযোগ অথবা তার পরিবারের নাম্বারে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন তার পিতা-মাতা। মোবাইল নাম্বার ০১৭৫৭৫৭৫৭২৩

Back to top button