বিয়ানীবাজারে বেড়েছে নিউমোনিয়ার প্রকোপ, হাসপাতালে রোগীর চাপ

বিয়ানীবাজার টাইমস প্রতিবেদনঃ বিয়ানীবাজার উপজেলা জুড়ে হঠাৎ করে বৃদ্ধি পেয়েছে নিউমোনিয়া, ডায়রিয়া ও জ্বরের প্রকোপ। তাতেই বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেড়েছে রোগীদের চাপ। শিশুরাই বেশী আক্রান্ত হচ্ছে নিউমোনিয়ায়, তাই বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে বেড়েছে রোগীদের ব্যাপক চাপ। সিট না পেয়ে অনেকেই নিচে বেডে শুয়ে নিচ্ছেন চিকিৎসা। তবে চিকিৎসকরা বলছেন আতংকিত হওয়ার কোনো কারন নেই, ঋতু পরিবর্তনের কারনে এরকম হচ্ছে। সবাইকে শিশুদের ব্যাপারে আরো সচেতন হতে হবে এবং সময়মতো চিকিৎসা নিলে আক্রান্তরা ভালো হবেন।
বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা যায়, কভিড পরিস্থিতি শেষ হওয়ার পর ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ব্যস্ততা কিছুটা কমলেও হঠাৎ করে দেখা দিয়েছে শয্যা সংকট। ঋতু পরিবর্তনের কারনে ভাইরাস জনিত রোগ নিয়ে অনেকেই ভর্তি হচ্ছেন হাসপাতালে, রোগীদের মধ্যে শিশুদের আধিক্য দেখা গেছে বেশী। আর তাতেই চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। ছোট ছোট শিশুদের নিয়ে হাসপাতালের ওয়ার্ডের মেঝেতে এবং বারান্দায় ভর্তি রয়েছেন অনেকেই।
চিকিৎসা নিতে আসা এক শিশুর অভিভাবক জানান, নিউমোনিয়ার কারনে শিশুটি ঠিকমতো শ্বাস নিতে পারছিলো না তাই তাকে নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছি। চিকিৎসা পাচ্ছি তবে বেড না পেয়ে নিচে বেড নিয়ে চিকিৎসা নিতে হচ্ছে।
জকিগঞ্জ এলাকা থেকে আরেক নারী জানালেন, বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা ব্যবস্থা অন্যান্য হাসপাতাল থেকে ভালো তাই তারা এখানে এসেছেন। তবে কষ্ট হচ্ছে হাসপাতালে প্রচুর রোগী রয়েছেন।
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আবু ইসহাক আজাদ বলেন, আবহাওয়া বদলের কারনে বছরের এই সময়ে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে অনেক শিশুরা আক্রান্ত হয় তাই হাসপাতালে বেড়েছে নিউমোনিয়া রোগীর সংখ্যা, ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে আইসোলেশন ইউনিটে ১০টি বেড স্থানান্তর হওয়ায় এখন বেডে চিকিৎসা দেয়া হচ্ছে, এখন ৬০-৭০ জন রোগী হওয়ায় অতিরিক্তদের ফ্লোরে বেড দিয়ে চিকিৎসা চলছে।
বিয়ানীবাজার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোয়াজ্জেম আলী খান চৌধুরী জানান, বছরের এই সময়ে রোগীর চাপ একটু থাকে, তা আমরা স্বাভাবিকভাবে নিচ্ছি। আশা করছি কয়েকদিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে।