মৌলভীবাজারে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

নিউজ ডেস্ক- মৌলভীবাজার সদর উপজেলায় তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শনিবার (০২ অক্টোবর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিনের নেতৃত্বে অভিযানে সহযোগিতা করে জেলা গোয়েন্দা পুলিশ ফোর্স।
অভিযানকালে পশ্চিমবাজারে অবস্থিত শাহ আলম মিট হাউসকে ২ হাজার টাকা, হৃদয় পোল্ট্রি সেল সেন্টারকে ২ হাজার টাকা ও কোর্ট রোডের হাট বাজার-২ কে ১৫ হাজার টাকাসহ মোট ১৯ হাজার টাকা জরিমানা করা হয়।
বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন বলেন, অভিযানে ওজনে কম দেওয়া, ডিজিটাল মিটারে কারচুপি, ক্রয় ভাউচার সংরক্ষণ না করা, মূল্য তালিকা না রাখা, খাদ্যপণ্যের উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখে গরমিল থাকাসহ বিভিন্ন অপরাধে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।