মৌলভীবাজার
শ্রীমঙ্গলে মিষ্টির দোকানের সামনে মিলল ৪০ কেজি গাঁজা

নিউজ ডেস্ক- মৌলভীবাজার জলার শ্রীমঙ্গল উপজেলার মিষ্টির দোকানের সামন থেকে পরিত্যক্ত অবস্থায় ৪০ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাব-৯।
শুক্রবার (১ অক্টোবর) দিবাগত রাত ২ টা ৩০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সিপিসি-২ এর শ্রীমঙ্গল ক্যাম্পের একটি অভিযানিক দল পরিত্যক্ত অবস্থায় গাঁজাগুলো উদ্ধার করে।
উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান।
তিনি বলেন, পেড়াভান্ডার নামক মিষ্টির দোকানের সামনে অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় সড়কের উপর থেকে গাঁজাগুলো উদ্ধার করা হয়েছে। পরে এগুলো শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।