বিয়ানীবাজারে ফুটপাত দখল করে ব্যবসা, শেষবারের মতো মেয়রের হুশিয়ারি

নিজস্ব প্রতিবেদকঃ বিয়ানীবাজার পৌরশহরের ফুটপাত দখল করে ব্যবসা কোনো কিছু করে থামানো যাচ্ছেনা। পৌরসভার বারংবার উচ্ছেদের কিছুদিন পর আবার দখল হয়ে যায় ফুটপাত। তবে এবার ফুটপাত দখলকারিদের উচ্ছেদ করে শেষবারের মতো সতর্ক করে দিয়েছেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র আব্দুশ শুকুর।
শুক্রবার (০১ অক্টোবর) বিকালে পৌরশহরের মেয়রের নের্তৃত্বে উচ্ছেদ অভিযান চালায় বিয়ানীবাজার পৌরসভা। সেখানে পৌরসভার প্রধান সড়কের ফুটপাত জুড়ে বসা এসব অবৈধ ব্যবসায়ীদের উচ্ছেদ করা হয়।
এসময় বিয়ানীবাজার পৌরসভার মেয়র আব্দুশ শুকুর বলেন, বিয়ানীবাজারকে একটি পরিচ্ছন্ন ও আধুনিক শহর হিসেবে গড়ে তুলতে ফুটপাতের হকার থেকে শুরু করে ব্যবসায়ীসহ সকল শ্রেণির নাগরিকদের সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন, নিজের শহর ভেবেই বিয়ানীবাজারকে সুব্দর ও নানন্দিক শহরে পরিণত করতে সহযোগিতা করুন।
এদিকে, অবৈধ ফুটপাত দখল করে ব্যবসা, যত্রতত্র গাড়ি পার্কিং, অবৈধ সিএনজি স্ট্যান্ড বানিয়ে রাস্তার অর্ধেক দখল থাকে তাই পৌরশহরের প্রধান সড়কটিতে প্রায় সারাদিনই যানজট লেগেই থাকে, অনেক সময় রাত ১০টা পর্যন্ত যানজটে নাকাল হন সাধারন মানুষ। সাধারন পথযাত্রী ও মানুষের দাবী ফুটপাত দখলকারি ব্যবসায়ী ছাড়াও অবাধে পার্কিং করা গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নিলে পৌরশহরের সৌন্দর্য বাড়ার পাশাপাশি যানজট কমে আসবে।