বড়লেখায় যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ

টাইমস ডেস্কঃ সদ্য ঘোষিত বড়লেখা উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটিতে ‘ত্যাগী’ নেতা আব্দুল কাদির পলাশকে আহ্বায়ক না করায় পথসভা করে বিক্ষোভ করা হয়েছে।
সভা শেষে মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বলের কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভকারীরা।
শুক্রবার বিকেলে পৌর শহরের দক্ষিণ বাজার এলাকায় এ বিক্ষোভ হয়। বড়লেখা উপজেলা যুবদলের ব্যানারে এই বিক্ষোভ মিছিল হয়েছে।
পথসভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা যুবদলের সহ সভাপতি সাইফুল ইসলাম খোকন। এসময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মৌলভীবাজার জেলা যুবদলের সহ সভাপতি সাইফুল ইসলাম খোকন বলেন, ‘আব্দুল কাদির পলাশ দলের একজন নিবেদিত প্রাণ নেতা। তিনি সর্বাধিক মামলার আসামি। তার মতো একজন ত্যাগী নেতাকে মূল্যায়ন না করে দলে অপেক্ষাকৃত অপরিচিত একজন ব্যক্তিকে কালো টাকার বিনিময়ে পদ দেওয়া হয়েছে। এতে করে ত্যাগী নেতাকর্মীরা অনেক কষ্ট পেয়েছেন। এভাবে চলতে থাকলে দল ত্যাগী নেতাদের হারাবে। অবিলম্বে এই কমিটি বাতিল করার দাবি করছি।’
প্রসঙ্গত, গত ৩০ সেপ্টেম্বর বৃহস্পতিবার কেন্দ্র থেকে বড়লেখা উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে শরীফুল ইসলাম বাবলুকে আহ্বায়ক, আব্দুল কাদির পলাশকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ইকবাল হোসেনকে সদস্য সচিব করা হয়েছে।