সিলেট বিভাগে সেরা তৃতীয় কলেজ বিয়ানীবাজার সরকারি কলেজ

টাইমস ডেস্কঃ সোনালি সাফল্যের ধারাবাহিক অর্জন ধরে রাখল সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজ। ২০২০-২১ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) মূল্যায়নের রিপোর্ট প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা সিলেট অঞ্চলের অফিস। যেখানে এমসি কলেজকে বিভাগের মধ্যে ১ম স্থান দেওয়া হয়েছে। তালিকার ২য় স্থানে আছে হবিগঞ্জ সরকারি মহিলা কলেজ এবং ৩য় স্থানে আছে বিয়ানীবাজার সরকারি কলেজ।
বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে সিলেট মাধ্যমিক ও উচ্চশিক্ষা অফিসের পরিচালক প্রফেসর মো. আব্দুল মান্নান খান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এদিকে, ১২৯ বছরের পুরোনো এমসি কলেজ বিদ্যাপীঠ বরাবরের মতো বিভাগসেরা হওয়ায় উচ্ছ্বসিত শিক্ষক, শিক্ষার্থীসহ এমসি পরিবারের সবাই। কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. সালেহ আহমদ বলেন, আমি নিজে এই কলেজে পড়াশোনা করেছি। যে কারণে সব সময়ই কলেজটির জন্য বাড়তি আবেগ কাজ করে। আজকের এই অর্জন আমার সহকর্মীসহ এমসি পরিবারের সবার ঐকান্তিক প্রচেষ্টার ফসল। সকলের মহৎ উদ্দেশ্য আর আন্তরিক দায়িত্বশীলতার কারণেই বিভাগ সেরা হওয়ার গৌরব অর্জন করা সম্ভব হয়েছে। আশা করি সাফল্যের এই ধারাবাহিকতা ভবিষ্যতেও ধরে রাখার প্রাণান্ত চেষ্টা অব্যাহত থাকবে।
একই সাথে দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকায় হবিগঞ্জ সরকারি মহিলা কলেজ ও বিয়ানীবাজার সরকারি কলেজের শিক্ষক, শিক্ষার্থীরাও উচ্ছ্বাস প্রকাশ করেছেন। বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) মূল্যায়নের রিপোর্টে দ্বিতীয় স্থান অর্জন প্রসঙ্গে উচ্ছ্বাস প্রকাশ করে বিয়ানীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. তারিকুল ইসলাম বলেন, এই সাফল্যে আমরা আনন্দিত। সহকর্মীদের নিয়ে দায়িত্বশীল অবস্থান থেকে কাজ করেছি বলেই এই সাফল্য অর্জিত হয়েছে। ভবিষ্যতে আরও এগিয়ে যাবার প্রত্যয় নিয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছেন।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অফিসের প্রকাশিত এই তালিকায় অন্য যেসব প্রতিষ্ঠান রয়েছে সেগুলো হলো- সিলেট সরকারি কলেজ, সিলেট সরকারি মহিলা কলেজ, শাহপরান সরকারি কলেজ, সিলেট সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, জকিগঞ্জ সরকারি কলেজ, চুনাররুঘাট সরকারি কলেজ, বৃন্দাবন সরকারি কলেজ, মৌলভীবাজার সরকারি মহিলা কলেজ, মৌলভীবাজার সরকারি কলেজ, শীমঙ্গল সরকারি কলেজ, সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজ, সুনামগঞ্জ সরকারি কলেজ।