বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে যুবককে ৫ মিনিটের ব্যবধানে দুই ডোজ টিকা

বিয়ানীবাজার টাইমসঃ ৩৭ বছর বয়সী জাহেদুল ইসলাম শনিবার সকালে এসেছিলেন মাকে নিয়ে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করতে। টিকা গ্রহণ করার সময় ৫ মিনিটের ব্যবধানে তাকে দেওয়া হয় দুই ডুজ টিকা। তার বাড়ি বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নে নালবহর গ্রামে।

সরেজমিনে জাহেদুল ইসলাম(৩৭) প্রতিবেদককে জানান প্রথমে তার মাকে দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হয়। পরে তিনি টিকা গ্রহণ করে একটু দূরে যান। কর্তব্যরত টিকা প্রদানকারী তাকে আবার বসতে বলেন। জাহেদুল ইসলাম কিছুই বুঝতে পারেন নি। বসার সাথে সাথে তাকে দেওয়া হয় আবার টিকা। বের হয় ব্লাড ও। পরে সেই টিকা প্রদানকারী ব্লাড মুছে দিয়ে অন্য টিকা গ্রহীতাদের টিকা দিতে ব্যস্ত হয়ে পড়েন। তিনি বলেন তার হাতে প্রচন্ড ব্যথা।

এ বিষয়ে কথা হয় বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোয়াজ্জেম আলী খান চৌধুরীর সাথে। তিনি বলেন উক্ত বিষয় সম্পর্কে আমি কিছু জানি না। তবে বিষয়টি আমরা অনুসন্ধান করে দেখবো আসলে কী হয়েছিল? ইতিমধ্যে ঐ টিকা গ্রহীতার ও নাম্বার ও আমরা পেয়েছি

Back to top button