বড়লেখামৌলভীবাজার

বড়লেখায় প্রধান শিক্ষকের ইন্তেকাল

বড়লেখা প্রতিনিধি : বড়লেখা উপজেলা ওলামালীগের সভাপতি ও তারাদরম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা আতাউর রহমান জাফরী (৫৮) বুধবার মধ্যরাতে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)।

মৃত্যুকালে তিনি ৪ মেয়েসহ আত্মীয় স্বজন রেখে যান। বৃহস্পতিবার বিকেল আড়াইটায় স্থানীয় তারাদরম ঈদগাহ ময়দানে জানাজা শেষে সার্বজনিন গোরস্থানে মরহুমের লাশ দাফন সম্পন্ন হয়েছে।

এদিকে, উপজেলার তারাদরম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিশিষ্ট আলেম আতাউর রহমান জাফরীর মৃত্যুতে তার রুহের মাগফেরাত ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী শাহাব উদ্দিন এমপি, উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রফিজ মিয়া, দক্ষিণ শাহবাজপুর ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন।

Back to top button