বড়লেখায় তাহিয়া ফেব্রিক্সের উদ্বোধন

বড়লেখা প্রতিনিধিঃ- মৌলভীবাজারের বড়লেখা পৌরশহরের জহির ম্যানশনে ‘রুচিশীল পোশাকে স্বপ্নের ভুবণ’ শ্লোগানে ব্যবসা প্রতিষ্ঠান ‘তাহিয়া ফেব্রিক্স’ যাত্রা শুরু করেছে। বুধবার সকালে প্রধান অতিথি হিসেবে ব্যবসা প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ। নতুন এ ব্যবসায় প্রতিষ্ঠানটি চালু করেছেন একই মার্কেটের তালহা কালেকশনের স্বত্তাধিকারী সাংবাদিক সুলতান আহমদ খলিল।
‘তাহিয়া ফেব্রিক্স’ এর শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ ছাড়াও অংশ নেন সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম, বড়লেখা পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম এমাজুদ্দিন সরদার, বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এডভোকেট গোপাল দও, সিনিয়র সাংবাদিক আব্দুর রব, সিনিয়র সাংবাদিক লিটন শরিফ, সাংবাদিক মিজানুর রহমান, জহির ম্যানশনের স্বত্বাধিকারী শাহাব উদ্দিন সিরাজ, সুজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নসিব আলী, সাংবাদিক তপন কুমার দাস, সুজানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইমরুল ইসলাম লাল, উপজেলা যুবলীগ নেতা সাইফুর রহমান, সাংবাদিক মোস্তফা উদ্দিন, আল আরাফা ইসলামী ব্যাংকের কর্মকর্তা হাসনাত আহমদ শাকিল, নিসচার উপজেলা সভাপতি তাহমিদ ইশাদ রিপন, সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, সংস্কৃতিকর্মী হানিফ পারভেজ প্রমুখ।