বিয়ানীবাজারে বানরকে উদ্ধার করলো ফায়ার সার্ভিস!

বিয়ানীবাজার টাইমস- বিয়ানীবাজার পৌরশহরে অবস্থিত মেডিকেয়ার ডায়গনিস্টিক সেন্টারের পানির ট্যাঙ্কে একটি বানর আটকে পড়ার ঘটনা ঘটেছে শনিবার দিবাগত রাত আনুমানিক ১২ ঘটিকার সময়। পরে বিয়ানীবাজার ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্যরা এসে বানরটিকে উদ্ধার করেন।
জানা যায় শনিবার দিবাগত রাত আনুমানিক ১২ ঘটিকায় ছোট একটি বানর মেডিকেয়ার ডায়গনিস্টিক সেন্টারের পানির ট্যাঙ্কের ঢাকনা খুলে নিজে নিজে ভিতরে ঢুকে পড়ে। পরে ডায়গনিস্টিক সেন্টারে কর্মরত কর্মকর্তারা বিষয়টি বুঝতে পেরে বানরটিকে উদ্ধার করার চেষ্টা করেন। কিন্তু তারা বানরটিকে উদ্ধার করতে ব্যর্থ হয়ে বিয়ানীবাজার ফায়ার সার্ভিস এন্ড ডিফেন্স টিমকে খবর দেন।
রাত আনুমানিক সাড়ে ১২ ঘটিকায় ফায়ার সার্ভিসের সদস্যরা আসেন। পরে তাদের ১০/১৫ মিনিটের চেষ্টায় বানর টিকে পানির ট্যাঙ্ক থেকে উদ্ধার করা হয়।
এ বিষয়ে মুঠোফনে কথা হয় বিয়ানীবাজার ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার অনুপ কোমার সিংহের সাথে। তিনি বলেন খবর পেয়ে তারা সাথে সাথে গিয়ে বানরটিকে উদ্ধার করেন। পরে বানরটিকে উদ্ধার করে অবমুক্ত করে দেওয়া হয়