বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে র‍্যাব ও ভোক্তা অধিকারের যৌথ অভিযান, ৩ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদকঃ বিয়ানীবাজারে র‌্যাব– ৯ কে সাথে নিয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে ৩টি প্রতিষ্ঠান থেকে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করেছে।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বিয়ানীবাজারে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানি (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক এই অভিযান পরিচালনা করে সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়।

অভিযানে নেতৃত্ব দেন মেজর মাহফুজুর রহমান এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমিরুল ইসলাম মাসুদ।

র‌্যাব জানায়, সিলেট জেলার বিয়ানীবাজার থানাধীন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে ৩টি প্রতিষ্ঠানকে বাংলা বিড়ি কোম্পানিকে ১০ হাজার টাকা, বনফুল ফুড প্রডাক্টকে ৫ হাজার টাকা এবং মুন্সী ফার্মেসিকে ২৫ হাজার টাকাসহ মোট ৪০ টাকা জরিমানা আদায় করা হয়।

জরিমানাকৃত টাকা সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়েছে বলে জানায় র‌্যাব।

Back to top button