মৌলভীবাজার

শ্রীমঙ্গলে বিদেশী মদসহ আটক ১

নিউজ ডেস্ক- মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশ অভিযান চালিয়ে বিদেশী মদসহ এক মাদক কারবারিকে আটক করেছে।
বুধবার (১৫ সেপ্টেম্বর) সকালে আটক মাদক কারবারির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর মৌলভীবাজার কোর্টে পাঠানো হয়েছে।

জেলাকে মাদক মুক্ত রাখতে জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার নির্দেশে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম অর রশিদ এর নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে পৌর এলাকার সিন্দুরখান রোড সিএনজি স্ট্যান্ড থেকে সিন্দুরখান ইউনিয়নের কুঞ্জবন গ্রামের মিয়াদ মিয়ার পুত্র শাহিন মিয়া (২৭) কে ৯ বোতল বিদেশী মদসহ আটক করা হয়।

Back to top button