বিয়ানীবাজার সংবাদ
বিয়ানীবাজারে কৃষক লীগের আহ্বায়কের উপর হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ বিয়ানীবাজার উপজেলা কৃষক লীগের আহ্বায়ক আব্দুস সামাদ দুবৃত্তদের হামলায় আহত হয়েছেন। মঙ্গলবার রাত আনুমানিক ১১ টার দিকে বিয়ানীবাজার পৌরশহর থেকে বাড়ি ফেরার পথে বিয়ানীবাজার সারপার রোডে হামলার শিকার হয়েছেন বলে জানা গেছে।
এসময় তার সাথে থাকা ছাত্রলীগ নেতা মোঃ তারেক ও হামলার শিকার হয়েছেন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
হামলার কথা স্বীকার করে আব্দুস সামাদের স্বজন সাদেক রহমান জানান, তারাও হামলার খবর পেয়েছেন, তবে কারা কি কারনে হামলা করেছে এব্যাপারে নিশ্চিত করে তিনি কিছু বলতে পারেননি।