বড়লেখা

বড়লেখায় রাস্তায় নবজাতকের লাশ

নিউজ ডেস্ক- বড়লেখায় আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে উদ্ধার করা হয়েছে একটি নবজাতকের অর্ধগলিত লাশ। বড়লেখা থানা পুলিশ রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করে।

গত সোমবার(০৬/০৯/২০২০)তারিখে সন্ধ্যায় বড়লেখা পৌর শহরের তেলিগুল (মাইক্রোবাস স্ট্যান্ডের পার্শ্ববর্তী) মহল্লার পাকা রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

মঙ্গলবার(০৭/০৯/২০২০)তারিখ সকালে লাশটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

উক্ত বিষয় নিশ্চিত করে বড়লেখা থানার সেকেন্ড অফিসার উপ পরিদর্শক সুব্রত কুমার দাস দুপুরে বলেন, ‘ধারণা করা হচ্ছে নবজাতকের লাশটি উদ্ধারের আনুমানিক ৩ দিন আগের। লাশের ময়নাতদন্ত শেষ হয়েছে। বড়লেখা পৌরসভার মেয়র বরাবরে আবেদন করা হয়েছে বেওয়ারিশ হিসেবে আঞ্জুমান মুফিদুল ইসলামের মাধ্যমে লাশটি দাফনের ব্যবস্থা গ্রহণের জন্য।’

Back to top button