বিয়ানীবাজারে গাড়ি আটকে হিজড়াদের চাঁদাবাজি, পৌরশহরে দীর্ঘ যানজট

আহমদ ইফতেখারঃ বিয়ানীবাজারে দিনদিন হিজড়াদের দৌরাত্ন বেড়েই চলেছে। দলবেধে বিভিন্ন দোকান থেকে আগে চাঁদা আদায় করলেও এবার তার গাড়ি আটকিয়ে চাদা আদায়ের চেষ্টা করছে। এতে বিপাকে পড়ছেন রাস্তায় চলাচলকারি সাধারন মানুষ। এমন একটি চিত্র দেখা গেলো আজ রবিবার বিয়ানীবাজার পৌরশহরে।
দুপুরে বিয়ানীবাজার পৌরশহরের প্রমথ নাথ রোড (কলেজ রোড) পয়েন্টে কয়েকজন হিজড়া রাস্তায় গাড়ি আটকে চাঁদা তুলার সময় রাস্তায় অনেক বড় যানজটের সৃষ্টি হয়। এতে বিড়ম্বনার মধ্যে পড়েন রাস্তায় থাকা শতশত যাত্রী এবং পথচারী।
জনৈক পথচারী বলেন, “আমি হেটে যাচ্ছিলাম, হঠাৎ দুজন হিজড়া এসে আমার পথ অবরোধ করে বিভিন্ন অশ্লীল অঙ্গভঙ্গি করে, তখন আত্মসম্মান বজায় রাখতে আমাকে ২০টাকা প্রদান করতে হয়”। ঘটনার সময় স্থানীয় ট্রাফিক পুলিশ সদস্য এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন।
পৌরবাসীদের দাবি, বিভিন্ন সময় পৌরসভার সকল ব্যবসা প্রতিষ্ঠানে ঘুরে ঘুরে হিজড়ারা চাঁদা সংগ্রহ করেন। তাদের ভয়ে সবসময় তটস্থ হয়ে থাকতে হয় সাধারণ ব্যবসায়ীরা। সরকারিভাবে হিজড়াদের পূর্নবাসনের মাধ্যমে এসব চাঁদাবাজি থেকে মানুষদের মুক্ত রাখা।