প্রতারকচক্র প্রবাসীর ফেসবুক হ্যাক করে টাকা হাতিয়ে নিলো

যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল হামিদের ফেসবুক একাউন্ট একাউন্ট হ্যাক করে দেশ থেকে ১২ হাজার ৬শ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারকচক্র। অতি সম্প্রতি এ ঘটনা ঘটে।
বিয়ানীবাজার সরকারী কলেজের ছাত্র সংসদ (১৯৮০-৮১) এর ছাত্র মিলনায়তন সম্পাদক সাবেক ছাত্রনেতা আব্দুল হামিদের ফেসবুক একাউন্ট হ্যাক করে প্রতারকচক্র যুক্তরাজ্যপ্রবাসী বন্ধু হেলাল উদ্দিনকে ম্যাসেঞ্জারে ফোন করে জানায় যে তিনি দেশে যাচ্ছেন। বিমান বন্দরে আটকা পড়েছেন। ঢাকা-সিলেট বিমান টিকিট কনফার্ম করার জন্য ১২৬০০ টাকা প্রয়োজন।
যুক্তরাজ্য প্রবাসী হেলাল উদ্দিন দেশে অবস্থানরত তার আত্মীয়কে ফোনকরে প্রতারকচক্রের দেয়া মোবাইলে বিকাশের মাধ্যমে ১২৬০০টাকা পাঠাতে বলেন। হেলাল উদ্দিনের আত্মীয় প্রতারকদের নম্বরে টাকা পাঠিয়ে দেন।
এদিকে, আব্দুল হামিদকে দেশে বিদেশে অবস্থিত বন্ধুরা ফোন করে তাদের কাছেও টাকা চাওয়ার বিষয়টি জানালে তিনি ফেসবুক হ্যাকের বিষয়টি বুঝতে পারেন। তখন ১২৬০০ টাকা হাতিয়ে নেওয়ার বিষয়টি ধরা পড়ে।
এ ব্যাপারে থানায় জিডি করার প্রস্তুতি চলছে ।