মৌলভীবাজার

মৌলভীবাজারে নতুন আক্রান্ত ১৮ জন: মোট আক্রান্ত ৭, ৭৬৩ জন

নিউজ ডেস্ক- মৌলভীবাজার জেলায় আবারও বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা শনাক্ত হয়েছেন ১৮জন। আর শুধু জেলার কুলাউড়ায় করোনা শনাক্ত হয়েছেন নতুন করে ১১ জন।

বুধবার (০১ সেপ্টেম্বর) সিভিল সার্জন অফিসের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে মৌলভীবাজার জেলার ১০১জনের নমুনা পরীক্ষা করে ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৭ দশমিক ৮ শতাংশ। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ৭ হাজার ৭৬৩ জন।

নতুন শনাক্ত ১৮ জনের মধ্যে জুড়ীর ০২ জন, শ্রীমঙ্গলের ০১ জন, কুলাউড়ায় ১১ জন, রাজনগরে ২ জন। এ নিয়ে জেলায় ৭ হাজার ৭৭৬৩ জনকে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে।

এখন পর্যন্ত করোনায় মৌলভীবাজারে সরকারীভাবে মোট ৭২ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। তবে রোগী আত্মীয় স্বজন ও জন প্রতিনিধিদের সূত্রে জানা যায় করোনা ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে প্রায় ৩-৪ গুণ রোগীর।

Back to top button