বড়লেখায় টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ায় সাইকেল পেলো ১৬ শিশু-কিশোর

নিউজ ডেস্ক- ফয়সাল মাহমুদ, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ মৌলভীবাজারের বড়লেখার সামাজিক উন্নয়ন ও সেবামূলক একটি সংগঠনের কর্তৃপক্ষ বাচ্চাদের জামাতে নামাজ আদায়ে উৎসাহিত করতে অভিনব এক উদ্যোগ নিয়ে তা বাস্তবায়ন করতে সক্ষম হয়েছে। যারা ৪০ দিন তাকবির উলার সাথে জামাতে নামাজ পড়বে তাদের দেওয়া হবে বাইসাইকেল পুরষ্কার, উদ্যোগ ও প্রতিশ্রুতি অনুযায়ী তাদের প্রত্যেককে একটি করে নতুন সাইকেল উপহার দেওয়া হয়েছে। প্রায় চারমাস আগে সংস্থার কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নেয়। তাদের এই উদ্যোগ স্থানীয় শিশু-কিশোরদের মাঝে দারুণ সাড়া ফেলে। তারা ফজর থেকে এশার নামাজ নিয়মিত জামাতে পড়ার জন্য উদগ্রীব হয়ে ওঠে। ফলে নির্ধারিত দিন শেষে ৮৩জন শিশু-কিশোরদের মধ্যে ১৬ জনকে নতুন সাইকেল উপহার দেওয়া হয়।
চমৎকার এই উদ্যোগ নিয়েছিলো ‘ তারাদরম ইসলামী সমাজকল্যাণ পরিষদ’ নামক সামাজিক সংগঠন।
শনিবার (২১ আগস্ট) দুপুরে তারাদরম মহিলা দাখিল মাদ্রাসার হলরুমে চমৎকার এই উদ্যোগের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি রুহেল আহমদের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক রুবেল আহমদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য আশিক উদ্দিন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফয়সল আহমদ, মাওলানা আব্দুল কাইয়ূম, মাওলানা আব্দুস সবুর, মাওলানা আব্দুল খালিক, মাওলানা কাজী রফিকউদ্দিন, সাবেক সভাপতি মো. আশরাফুর রহমান, নিমার আলী, মাওলানা আইয়ুব আলী, সংগঠনের সাধারণ সম্পাদক আফজালুর রহমান, অর্থ সম্পাদক নিজাম উদ্দিন ও সদস্য আব্দুল্লাহ আল মাসুম প্রমূখ। অনুষ্ঠান শেষে অতিথিরা বিজয়ী সহ নিবন্ধিত সকল শিশু-কিশোরদের হাতে পুরস্কার তুলে দেন।
সৃজনশীল ও প্রশংসনীয় উদ্যোগে ৮৩ শিশু-কিশোর নিবন্ধিত হয়েছিল। তাদের মধ্যে ১৬ জন টানা ৪০ দিন ৫ ওয়াক্ত নামাজ জামাতে আদায়ে সক্ষম হয়। ফলে তারা সাইকেল পুরস্কৃত হয়, আর যারা নিয়মিত ৪০ দিন জামাতে নামাজ আদায় করতে পারেনি, তাদের বিশেষ পুরস্কার হিসেবে কোরআন শরীফ ও নামাজ শিক্ষা বই উপহার দেওয়া হয়।