কমলগঞ্জে প্রতারক চক্রের ফাঁদে মুদি দোকানদার

নিউজ ডেস্কঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ পৌরবাজারে বদরুল আলমের মুদি দোকানের পণ্য ক্রয় করার নামে পরিকল্পিতভাবে ২৭ হাজার লুট করে নিয়ে গেছে একটি প্রতারক চক্র। গত ৮ আগস্ট সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে ৮ আগস্ট সকাল ১০ টার পর অজ্ঞাত এক যুবক বদরুলের দোকানে মালামাল ক্রয় করতে আসে। এ সময় ওই যুবক ৫ কেজি ময়দা, ২০০ গ্রাম কিসমিজ ও ৫ কেজি চাল দেওয়ার জন্য দোকানদারকে বলেন। তখন দোকানদার বদরুল আলম মালামাল গুলো প্যাক করেন। কিন্তু দোকানে চাল না থাকায় অন্য দোকান থেকে চাল আনতে গেলে অজ্ঞাত ওই যুবক দোকানের কর্মচারীকে অন্য দিকে কাজ লাগিয়ে দোকানের ক্যাশ বাক্স থেকে নগদ ২৭ হাজার টাকা চুরি করে নিয়ে যায়।
পরবর্তীকে দোকানদার বদরুল আলম অন্য দোকান থেকে চাল নিয়া আসিয়া অজ্ঞাত ওই ক্রেতাকে দোকানে না দেখে ক্যাশ বাক্স খুলে দেখেন ক্রেতাবেশী প্রতারক তার ক্যাশ বাক্স থেকে নগদ ২৭ হাজার টাকা লুটে নিয়ে গেছে। পরে তিনি এ বিষয়টি ভানুগাছ বাজার বণিক সমিতি সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করেন।
এ বিষয়ে পরে তিনি কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দাখিল করেন বলে জানান দোকানদার বদরুল আলম। এ বিষয়ে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান বলেন,অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।