লকডাউন নেই, বিয়ানীবাজারে স্বাস্থ্যবিধি উধাও

বিয়ানীবাজার টাইমস- করোনা ভাইরাসের ভয়াল থাবায় পুরো দেশ কোণঠাসা। প্রতিদিন আক্রান্ত আর মৃতের রেকর্ড গড়ছে। সরকার দফায় দফায় লকডাউন কঠোর থেকে কঠোরতর দিয়েছেন। যাতে সাধারণ মানুষ সচেতন হয়ে উঠে।
সরকারের দেওয়া কঠোর লকডাউনে বিয়ানীবাজার উপজেলা সাধারণ মানুষ অনেকটা সচেতন হয়ে উঠেছিলেন। অনেকটা স্বাস্থ্যবিধিও মেনে চলেছিলেন সাধারণ মানুষ। লকডাউন শিথিল হওয়ায় পালটে গেছে এখন সব চিত্র।
স্বাস্থ্যবিধি মানা কিংবা মাস্ক পড়তে এখন অনেকটা উদাসীন সাধারণ মানুষ। সরেজমিনে বিয়ানীবাজার উপজেলা ঘুরে দেখা যায় সাধারণ মানুষ স্বাস্থ্যবিধি মানতে উদাসীন। বেশীর ভাগ মানুষ পড়ছেন না মাস্ক। দায়সারা ভাবে চলছেন প্রত্যেকেই। সাধারণ মানুষের বাচনভঙ্গিতে মনে হচ্ছে যেন এখন বিয়ানীবাজারে নেই করোনা ভাইরাসের অস্তিত্ব।
অপরদিকে বিয়ানীবাজার উপজেলায় প্রতিদিন রেকর্ড পরিমাণ মানুষ আক্রান্ত হচ্ছেন। মৃতের সংখ্যা ও বাড়ছে প্রতিদিন। স্বাস্থ্যবিধরা বলছেন করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা নিয়ন্ত্রণে আনতে সাধারণ মানুষ সচেতন হওয়া ছাড়া আর বিকল্প কোন উপায় নেই।