বিয়ানীবাজারে আলোচিত ধর্ষণ মামলার আসামী গ্রেফতার (আপডেট)

নিজস্ব প্রতিবেদক ঃ বিয়ানীবাজার থেকে বড়লেখা উপজেলায় নিয়ে প্রেমিকা ধর্ষণ কান্ডের অভিযুক্ত প্রথম আসামী জামিল আহমেদ (২১) কে গ্রেফতার করেছে বিয়ানীবাজার থানা পুলিশ। বৃহস্পতিবার বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার এলাকা থেকে মামলার তদন্তকারী অফিসার এসআই অঞ্জন কুমার দেব তাকে গ্রেফতার করেন।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় বলেন, আমরা মামলার প্রথম আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, গত রবিবার জামিল আহমদ কিশোরী প্রেমিকাকে নিয়ে বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের অহিদাবাদ চা বাগানে ঘুরতে যায়।এ সময় সিএনজি অটোরিকশা চালক সেলিম আহমদ তাদেরকে দেখতে পেয়ে ধাওয়া করেন। একপর্যায়ে কিশোরীকে ফেলে প্রেমিক জামিল পালিয়ে যায়। পরে সিএনজি অটোরিকশা চালক কিশোরীকে জোরপূর্বক ধরে নিয়ে রাজু বৈদ্যের কাছে যায়। পরে তারা অহিদাবাদ চা বাগান এলাকার নির্জনস্থানে পালাক্রমে কিশোরীকে ধর্ষণ করে।তবে মামলার পরই পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত রাজু বৈদ্য (২৭) নামে এক যুবককে বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর এলাকা থেকে গ্রেপ্তার করে।