বিয়ানীবাজারে বিপদে পকেট কাটছে প্রাইভেট অ্যাম্বুলেন্স চালকরা

মহসিন রনিঃ বিয়ানীবাজার দিন দিন প্রাইভেট অ্যাম্বুলেন্স গুলোর নৈরাজ্য বেড়েই চলছে। মহামারি করোনা ভাইরাসের থাবায় যেখানে আক্রান্ত হয়ে প্রতিদিন অ্যাম্বুলেন্সের শরণাপন্ন হয়ে সিলেট হাসপাতালে শেষ আশ্রয় খোঁজছেন রোগী ও তাদের স্বজনরা। সেখানে সেই দুর্বলতার সুযোগ নিয়ে রোগীদের পকেট কাটছে প্রাইভেট অ্যাম্বুলেন্স গুলো। আগের তুলনায় বিয়ানীবাজারে অক্সিজেন সমস্যা জনিত রোগী বেড়ে যাওয়ায় তাৎক্ষনিক অক্সিজেন সহ রোগী নিয়ে সিলেট যাওয়ার জন্য অনেক রোগীকেই ভাড়া গুনতে হচ্ছে তিন হাজার টাকা থেকে শুরু করে চার হাজার টাকা।
সরেজমিনে বিয়ানীবাজার সরকারি হাসপাতাল সম্মুখ চত্বর ঘুরে দেখা যায়। কয়েকটি প্রাইভেট অ্যাম্বুলেন্স সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকলেও দর কষাকষিতে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন অনেক রোগী।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, করোনার এই ক্রান্তিকালে সবাই যেখানে এগিয়ে আসছে সেখানে কিছু অ্যাম্বুলেন্স চালকরা দ্বিগুণ ভাড়া চেয়ে বসছেন যেটা আমাদের মানবিক দিক থেকে কোনো মতেই কাম্য নয়।
জুবায়ের আহমদ নামের এক ভুক্তভোগী বলেন, আমার নানাকে ইমারজেন্সি সিলেট নিয়ে যাওয়ার সময় তারা ভাড়া চেয়ে বসে তিন হাজার দুইশো টাকা রোগীর কথা চিন্তা করে আমরা মেনে নেই। তবে এভাবে নিয়মিত চলতে থাকলে অসহায় হয়ে পড়বে সাধারণ মানুষ। এ বিষয়ে বিয়ানীবাজার একটি প্রাইভেট অ্যাম্বুলেন্সকে প্রতিবেদক পরিচয় গোপন রেখে ফোন করলে তিনি সিলেটের ভাড়া চার হাজার টাকা দাবি করেন।
বিয়ানীবাজার ক্যান্সার জেনারেল হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক সোহেল আহমদ বলেন, আগের থেকে আমাদের ব্যস্ততা বেড়েছে এখন প্রতিদিন দুই থেকে তিনবার সিলেট রোগী নিয়ে যেতে হয়। ভাড়া সর্বোচ্চ অক্সিজেন সহ দুই হাজার আটশো টাকা রাখছি আমরা মানবিক দিক বিবেচনা করে।
বিয়ানীবাজার সরকারি হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক মোঃ আনোয়ার হোসেন বলেন, সরকারি অ্যাম্বুলেন্সে কেউ গেলে এগারোশত টাকার বেশি নয় ভাড়া। আমরা চেষ্টা করি রোগীদের তাদের প্রাপ্য সেবা টুকু দেয়ার।