ওসমানীনগর

শনিবার বালাগঞ্জ ও ওসমানীনগরে অক্সফোর্ডের টিকার ২য় ডোজ

নিউজ ডেস্ক- সিলেটের ওসমানীনগরে অক্সফোর্ডের টিকার ২য় ডোজ প্রদান শুরু হচ্ছে। ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণাধীন থাকায় শনিবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ৯টা থেকে তাজপুর উপ-স্বাস্থ্যকেন্দ্রে টিকা প্রদান কার্যক্রম শুরু হবে।

বালাগঞ্জ উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা (ওসমানীনগরে অতিরিক্ত দায়িত্ব) ডা. এস এম শাহরিয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, প্রথম ধাপে (গত ৭ ফেব্রুয়ারি থেকে ৪ মে পর্যন্ত) অক্সফোর্ডের টিকার প্রথম ডোজ গ্রহণ করেন ওসমানীনগর-বালাগঞ্জের ৬ হাজার ৩৪ জন। তাদের মধ্যে ২য় ডোজ গ্রহণ করেছিলেন মোট ৪ হাজার ৪৯৩ জন। ২য় ডোজ গ্রহণকারীদের মধ্যে রয়েছেন ওসমানীনগরের ২ হাজার ৩৯৫ জন। পরবর্তীতে অক্সফোর্ড টিকার সংকট দেখা দিলে ১ হাজার ৫৪১ জন ২য় ডোজ গ্রহণ করতে পারেননি। ২য় ডোজ বঞ্চিতদের মধ্যে ওসমানীনগরের ৬৭৬ জন ও বালাগঞ্জের ৮৬৫ জন রয়েছেন।

বালাগঞ্জ উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা (ওসমানীনগরে অতিরিক্ত দায়িত্ব) ডা. এস এম শাহরিয়ার বলেন, শনিবার থেকে ওসমানীনগরবাসীর জন্য তাজপুর উপ-স্বাস্থ্যকেন্দ্র ও বালাগঞ্জবাসীর জন্য বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একযোগে অক্সফোর্ড টিকার ২য় ডোজ প্রদান করা হবে। আগামী ১৪, ১৬ ও ১৭ আগস্ট সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত এই টিকা প্রদান করা হবে। অধিক সতর্কতার জন্য এই ৩ দিন চলমান সিনোফার্মের টিকা (গত ১১ জুলাই থেকে শুরু হওয়া) প্রদান বন্ধ থাকবে। অক্সফোর্ড টিকার ২য় ডোজ গ্রহণে আগ্রহীরা (এসএমএস না পেলেও) নিবন্ধন কার্ড সঙ্গে নিয়ে এসে টিকা গ্রহণ করতে পারবেন।

এদিকে, শুক্রবার (১৩ আগস্ট) পর্যন্ত ওসমানীনগরে ৪৫৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ১০ জন। সুস্থ হয়েছেন ৩৯২ জন আর চিকিৎসাধীন বা আইসোলেশনে রয়েছেন ৫৩ জন।

অন্যদিকে বালাগঞ্জে ১৯৪ জনের শরীরে করোনা ধরা পড়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৮৪ জন। মারা গেছেন ৩ জন। আইসোলেশন রয়েছেন ৭ জন।

Back to top button