মৌলভীবাজার
সিলেটের প্রখ্যাত আলেম মাওলানা আব্দুল কাইয়ুম সিদ্দিকী আর নেই

মৌলভীবাজার প্রতিনিধিঃ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, প্রখ্যাত আলেম ও ইসলামের খেদমতকারী, মৌলভীবাজারের সৈয়দ শাহ্ মোস্তফা টাউন কামিল মাদ্রসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল কাইয়ুম সিদ্দিকী আর নেই।
গতকাল দিবাগত রাত ১-৩০ মিনিটে মৌলভীবাজার শহরের একটি প্রাইভেট হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমের নামোজে যানাজা আজ জুম্মা বাদ দুপুর ২.৩০ ঘটিকায় হযরত সৈয়দ শাহ্ মোস্তফা (র:) পৌর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। পরে বাদ আছর নিজ এলাকা বড়লেখায় ২য় নামাজে জানাযা শেষে পারিবারিক কবস্থানে দাফন করার কথা রয়েছে।
এদিকে, সিলেটের এ বিজ্ঞ আলেমের মৃত্যুতে নিজ এলাকাসহ সব জায়গায় শোকের ছায়া নেমে আসে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিজ্ঞ আলেমের মৃত্যুতে শোক প্রকাশ করে অনেকেই পোস্ট দেন।