জুড়ী
জুড়ীতে করোনায় প্রবাসির মৃত্যু

নিউজ ডেস্ক- বৈশ্বিক মহামারী করোনায় আক্রান্ত হয়ে জুড়ীর আহমদ হোসেনের (৫৫) মৃত্যু হয়েছে।
বুধবার দুপুর ২টায় সিলেটের কমিউনিটি বেইজড হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
তিনি উপজেলার পূর্বজুড়ী ইউনিয়নের বড়ধামাই গ্রামের মৃত মজম্মিল আলীর পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, কাতার প্রবাসী আহমদ হোসেন কিছু দিন আগে ছুটিতে দেশে আসেন। তাঁর জ্বরসহ অন্যান্য সমস্যা দেখে দিলে সিলেট কমিউনিটি বেইজড হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। সেখানে করোনার নমুনা পরীক্ষায় তাঁর ফলাফল পজিটিভ আসে। এক পর্যায়ে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে আইসিইউতে নেয়া হয়। ১৪ দিন পর বুধবার দুপুরে তিনি মারা যান।