মৌলভীবাজার

চা শ্রমিক হত্যা মামলায় চার আসামি গ্রেফতার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গরুর গোবর সরানোকে কেন্দ্র করে প্রতিবেশীর হামলায় রুপবতী হাজরা (৫৫) নিহতের ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলার চার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে তাদের গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- ভাড়াউড়া চা বাগানের মৃত হীরালাল বাহাদুর হাজরার ছেলে লাল বাহাদুর হজরা ও লালবাহাদুরের স্ত্রী ধলেশ্বরী হাজরা, সূধারম হাজরার ছেলে বিকাশ হাজরা ও রিপন হাজরা।

জানা যায়, গতকাল বুধবার গরুর গোবর সরানোকে কেন্দ্র করে বাগানের শ্রমিক ও বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের বালিশিরা ভ্যালির সভাপতি বিজয় হাজরার স্ত্রী রুপবতী হাজরা, ছেলে সাধন হাজরা ও সাধনের স্ত্রী সাথী হাজরার উপর হামলা করে প্রতিবেশী লাল বাহাদুর হজরা, বিকাশ হাজরা, রিপন হাজরা ও ধলেশ্বরী হাজরা। হামলায় গুরুতর আহত রুপবতী হাজরা চিকিৎসাধীন অবস্থায় রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
রাতেই রুপবতীর ছেলে সাধর হাজরা বাদী হয়ে ছয় জনকে আসামি ও আরও অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই আনোয়ারুল ইসলাম বলেন, ‘ঘটনার পরপরই আমরা আসামিদের গ্রেফতারে মাঠে নামি। রাতে সিন্দুরখান ইউনিয়নের সীমান্ত এলাকা থেকে চার আসামিকে গ্রেফতার করি।’

ওসি আব্দুস ছালেক বলেন, গ্রেফতার চার আসামিকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

Back to top button