কুলাউড়ায় গরু নিয়ে পালানোর সময় দুই চোর আটক

নিউজ ডেস্কঃ কুলাউড়ায় চুরি করে পালিয়ে যাওয়ার সময় গরু ও বাছুর উদ্ধারসহ দুই চোরকে আটক করেছে পুলিশ। সোমবার (১২ জুলাই) বিকালে আটককৃদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আটককৃতরা হলেন- উপজেলার ব্রাম্মন বাজার ইউনিয়নের উত্তর হিংগাজিয়া গ্রামের মতিন মিয়ার ছেলে সাকের মিয়া (২২) ও একই গ্রামের মৃত আব্দুল গফুর ওরফে রুস্তম মিয়ার ছেলে জুনেদ মিয়া (২৩)।
পুলিশ জানায়, গত রোববার (১১ জুলাই) ভোরে উপজেলার ব্রাহ্মণবাজারের হিঙ্গাজিয়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। ভোরে ব্রাহ্মণবাজার এলাকায় সাকের দুটি গরু নিয়ে যাচ্ছিলো। তার চলাচল সন্দেহজনক হওয়ায় রাত্রিকালীন টহলরত কুলাউড়া থানার এসআই মাসুদ আলম ভুঁইয়া গরু উদ্ধারসহ সাকেরকে আটক করেন। পুলিশের জিজ্ঞাসাবাদে গরু দুটি চুরি করে নিয়ে যাচ্ছে বলে জানায় সে। তার দেয়া তথ্যমতে, অপর চোর জুনেদকে হিঙ্গাজিয়াস্থ তার বাড়ির সামনে থেকে আটক করে পুলিশ।
গরু ও বাছুরের মালিক উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের উত্তর হিঙ্গাজিয়া এলাকার সাতির মিয়ার ছেলে ছালেক মিয়া (৩৫)। তিনি বলেন, ১২ জুলাই ভোররাতে যে কোন সময় গরু ও বাছুর গোয়াল ঘর থেকে সরানো হয়।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় বলেন, দুই গরু চোরকে সোমবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গরু একজনের জিম্মায় রাখা হয়েছে।