বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে সকাল থেকে ফের শুরু টিকা প্রয়োগ

বিয়ানীবাজার টাইমস- সারা দেশের ন্যায় আজ সোমবার থেকে দ্বিতীয় ধাপে ফের শুরু হয়েছে করোনা ভাইরাসের টিকা প্রয়োগ।

সরেজমিনে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ঘুরে দেখা যায় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের প্রধান ফটকের সামনে মানুষ ভীড় জমিয়েছেন টিকা প্রয়োগের সিরিয়ালের জন্য। তাতে সাধারণ মানুষ মাস্ক পড়লে স্বাস্থ্যবিধি ছিল উধাও, ছিল না নির্দিষ্ট দূরত্ব।

শতাধিকের বেশী মানুষ ভীড় জমিয়েছিলেন টিকা দেওয়ার জন্য। সেখানে বেশীরভাগ মানুষ ছিলেন প্রবাসী। প্রবাসী হওয়ায় টিকা প্রয়োগে তাদের অগ্রাধিকার দেওয়া হয়েছে।

কথা হয় টিকা নিতে আসা কয়েকজন সাধারণ মানুষের সাথে। সালমান আহমেদ বলেন তিনি দুবাই প্রবাসী। টিকা দিতে না পারায় তার প্রবাস যাত্রা আটকা পড়েছিল। টিকা দিতে পেরে তিনি খুশি এখন।

সায়রা বেগম বলেন করোনা ভাইরাসে প্রতিদিন অনেক মানুষ আক্রান্ত হচ্ছেন। তাই দ্বিতীয় ধাপে প্রথমে টিকা গ্রহণ করতে এসেছি। টিকা দিতে পেরে ভয় এখন কিছুটা কেটেছে।

সরেজমিনে কথা হয় বিয়ানীবাজার উপজেলা স্বস্থ্য ও পরিবার পরিকল্পনা ডাক্তার মোয়াজ্জেম আলী খান চৌধুরীর সাথে। তিনি বলেন টিকা নিলেই শুধু হবে না সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে। যারা ৩৫ বছর বয়স যাদের বা তার থেকে বেশী তাদের রেজিস্ট্রেশন করার আহ্বান করেন তিনি। প্রয়োজন ছাড়া বের না হতে ও অনুরুধ করেন তিনি।

Back to top button