বিয়ানীবাজারে প্রশাসনের কঠোর অবস্থান

জুনিয়র প্রতিবেদক– বিধিনিষেধের ১২তম দিনে বিয়ানীবাজারে প্রশাসন রয়েছে কঠোর অবস্থানে। পৌরশহরের বেশ কয়েকটি জায়গায় রয়েছে পুলিশ ও বিজিবির চেকপোস্ট।
করোনা ভাইরাস সময়ের সাথে হয়ে উঠেছে আরও ভয়ঙ্কর। প্রতিদিন রেকর্ড পরিমাণ মানুষ আক্রান্ত হচ্ছে বিয়ানীবাজারসহ পুরো সিলেটে। হাসপাতাল গুলোতে নেই খালি আইসিউ শয্যা।
করোনা ভাইরাসের ঠিক এমন পরিস্থিতিতে চলমান বিধিনিষেধের মধ্যে বিয়ানীবাজারে পুলিশ ও বিজিবির সদস্যবৃন্দ হয়ে উঠেছে আরও কঠোর। প্রত্যেককেই নিচ্ছে জিজ্ঞাসাবাদের আওতায়।
সরেজমিনে পৌরশহর ঘুরে দেখা যায় প্রশাসন ও বিজিবি সদস্যবৃন্দ পৌরশহরে আসা সব সিএনজি চালিত অটো রিক্সাকে জিজ্ঞাসাবাদ করছেন গাড়ি নিয়ে বের হওয়ার কারণ। সঠিক কারণ না দেখাতে পারলে তাদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। সাথে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পথচারীদেরকে। কেন তারা বাইরে বের হয়েছেন। সঠিক কারণ দেখিয়ে সবাইকে প্রশাসনের গণ্ডি পেরুতে হচ্ছে ।
কথা হয় নাম প্রকাশে অনিচ্ছুক একজন বিজিবি সদস্যের সাথে। তিনি বলেন করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ার কারণে আমরা আরও কঠোর হয়ে উঠেছি। আমরা সবাইকে জিজ্ঞাসাবাদ করছি। বিনা কারণে কেউ বের হলে আমরা তাদেরকে বাড়ি পাঠিয়ে দিচ্ছি