বিয়ানীবাজার সংবাদ

সোমবার থেকে ফের শুরু করোনা ভাইরাসের টিকা প্রয়োগ

বিয়ানীবাজার টাইমস- বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে দ্বিতীয় ধাপে আবারও শুরু হচ্ছে করোনা ভাইরাসের টিকা প্রয়োগ। সোমবার সকাল থেকে দুপুর দুইটা পর্যন্ত চলবে টিকা প্রয়োগের কার্যক্রম।

দায়িত্বশীলরা বলেন যারা রেজিষ্ট্রেশন করেছেন তাদের মোবাইলে ম্যাসেজ যাবে। সেই ম্যাসেজ দেখিয়ে পূর্বের মত টিকা গ্রহণ করতে হবে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের নির্দিষ্ট ইউনিটে । তবে টিকা প্রয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে প্রবাসীদেরকে।

এ বিষয়ে সরেজমিনে কথা হয় বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোয়াজ্জেম আলী খান চৌধুরীর সাথে। তিনি বলেন দ্বিতীয় পর্যায়ের সিনোফার্মের ভিরোসেল টিকা দেয়া হবে। তাই যারা এখন ও রেজিস্ট্রেশন করেন নি ৩৫ বছর বা তার থেকে বেশী যাদের বয়স তাদেরকে মোবাইলফোনে রেজিস্ট্রেশন করার আহবান জানান। যারা টিকা নিতে আসবেন সাথে টিকা কার্ডের একটি ফটোকপি নিয়ে আসার জন্যও অনুরোধ করেন তিনি । পাশাপাশি সবাইকে মাস্ক পড়ে আসার জন্য আহবান জানান তিনি ।

Back to top button