মৌলভীবাজারে ডাক্তারসহ ১৪২ জন করোনায় আক্রান্ত, মৃত্যু ৩

নিউজ ডেস্ক- মৌলভীবাজারের একদিনে ১৪২ জন করোনায় আক্রান্ত হয়েছে। জেলার তিন উপজেলায় করোনায় ৩ জনের মৃত্যু হয়েছে। আর শনাক্তের হার ৫৩ শতাংশ।
রোববার (১১ জুলাই) সিভিল সার্জন অফিসের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এদিকে বড়লেখা উপজেলার দক্ষিণভাগ উত্তর শিমুলিয়া গ্রামের হাজী ফখর উদ্দিন (৭০), কমলগঞ্জ উপজেলার পতনউষা ইউনিয়নের মহেশপুর গ্রামের আল্পনা বেগম (৪৫), রাজনগর উপজেলায় পূর্ব মশরিয়া গ্রামে কয়ছর মিয়া (৫০) করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন।
রোববার সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে মৌলভীবাজারের ২৬৭ জনের নমুনা পরীক্ষা করে ১৪২ জনের করোনা শনাক্ত হয়েছে।
নতুন শনাক্ত ১৪২ জনের মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের ৬৫ জন, শ্রীমঙ্গলে ১৫ জন, কুলাউড়ায় একজন ডাক্তারসহ ১২ জন, কমলগঞ্জে ১০ জন, রাজনগরে ১০ জন, বড়লেখায় ২০ জন, জুড়ীতে ১০ জন রয়েছেন। এ নিয়ে জেলায় ৩ হাজার ৬৬১ জনকে করোনায় আক্রান্ত হয়েছে। জেলায় সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৮০৮ জনে।
জেলায় বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ৭৮৮ জন। যার মধ্যে হাসপাতালে ৩০ জন এবং বাড়িতে ৭৫৮ জন চিকিৎসাধীন রয়েছেন।
জেলায় সরকারি হিসেবে এখন পর্যন্ত ৪০ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। যাদের মধ্যে রাজনগর ৪ জন, কুলাউড়া ২ জন, বড়লেখায় ২ জন, কমলগঞ্জে ২ জন, শ্রীমঙ্গলে ৬ জন, জুড়ী ৩ এবং সদর হাসপাতালের ২১ জন রয়েছেন।