বিয়ানীবাজার সংবাদ

ব্রেকিং বিয়ানীবাজারে আরও ১২ জন করোনা আক্রান্ত

বিয়ানীবাজার টাইমস– করোনা মহামারী প্রতিদিন ভয়ানক রুপে চোখ রাঙ্গাচ্ছে। আক্রান্তের সংখ্যা প্রতিদিন বাড়ছে। নতুন করে বিয়ানীবাজারে আরও ১২ জন করোনা আক্রান্ত হয়েছেন। প্রাথমিক ভাবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায় নি।

রবিবার মধ্যাহ্নে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আবু ইসহাক আজাদ সামাজিক যোগাযোগ মাধ্যম নিজের ফেইসবুক ওয়ালে এই তথ্য নিশ্চিত করেছেন।

এ নিয়ে এখন পর্যন্ত বিয়ানীবাজার উপজেলায় মোট ৬৬০ জন করোনা  আক্রান্ত হয়েছেন। করোনার এমন ভয়ানক পরিস্থিতিতে স্বাস্থ্যবিধরা বিনা প্রয়োজনে বাইরে না বের হওয়ার জন্য বলছেন, খুব প্রয়োজন হলে বাইরে বের হতে হলে  মুখে মাস্ক ব্যবহার করতে হবে।

Back to top button