বিয়ানীবাজারে লকডাউনে প্রশাসনের অভিযান-জরিমানার পরেও থামানো যাচ্ছে না মানুষ

বিয়ানীবাজার প্রতিনিধিঃ প্রশাসনের নিয়মিত অভিযানে জরিমানা আদায়ের পরও বাইরে আসা থামানো যাচ্ছেনা মানুষের। স্বাস্থ্যবিধি উপেক্ষা করে বাইরে বেরুচ্ছেন সাধারন মানুষ। দুরপাল্লার গনপরিবহন না চললেও সিএনজিচালিত অটোরিক্সার চলাচল প্রায় স্বাভাবিক হয়ে যাচ্ছে। এসবের মধ্যেও বিয়ানীবাজার উপজেলা নির্বাহি কর্মকর্তা আশিক নুর, সহকারি কমিশনার (ভূমি) মুশফিকুন নুরের পাশাপাশি জেলা প্রশাসনের অতিরিক্ত ম্যাজিস্ট্রেট সমীর বিশ্বাসের নের্তৃত্বে গত দুইদিন অভিযান চালিয়ে স্বাস্থ্যবিধি না মানায় বিভিন্ন ব্যাক্তি ও প্রতিষ্ঠানকে সাড়ে ১৫ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে আদালত।
সরেজমিনে বিয়ানীবাজারের বিভিন্ন গ্রামীন বাজার ঘুরে দেখা যায়, নিত্যপ্রয়োজনীয় দোকানের পাশাপাশি বাজারগুলোতে এক সাটার খুলে বেশীরভাগ ব্যবসায়ী ব্যবসা চালিয়েচ যাচ্ছেন। যখনই ভ্রাম্যমান আদালত আসার খবর পান তারা দোকান লাগিয়ে সটকে পড়েন। আবার ভ্রাম্যমান আদালত ফিরে গেলে স্বাভাবিকভাবে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখেন। প্রশাসনের সাথে লকডাউনের প্রথম থেকেই ব্যবসায়ীরা এরকম চোর পুলিশ খেলা খেলে চলেছেন। তবে লকডাউনের প্রথম কিছুদিন ভিন্ন ছিলো বিয়ানীবাজার পৌরশহর, সেখানে প্রথম দিকে গনপরিবহনের পাশাপাশি সাধারন মানুষের সমাগম সীমিত ছিলো। গত সপ্তাহের শেষদিকে সিএনজিচালিত অটোরিক্সা চলাচল কিছুটা স্বাভাবিক হলে পৌরশহরে কিছুটা বেড়েছে মানুষের চলাচল। তবে প্রশাসনের কড়া নজরদারি রয়েছে বলে জানিয়েছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিস্ট্রেট মুশফিকুন নুর। তিনি জানান, পুরো সপ্তাহে সরকারের নির্দেশিত লকডাউন বাস্তবায়নে তারা কাজ করেছেন।
জেলা ও উপজেলা প্রশাসনের পৃথক পৃথক এসব অভিযানে সার্বিকভাবে সহযোগিতা করেছেন সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসার ভিডিপির সদস্যরা।
প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা বলছেন, করোনা সংক্রমন এড়াতে শাস্তি কিংবা জরিমানা নয়, প্রয়োজন সচেতনতা। আর তাই প্রত্যেক নাগরিকেরই উচিত নিজ নিজ অবস্থান থেকে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলা।
শনিবার (১০ জুলাই) মাঠে থাকা ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিস্ট্রেট, বিয়ানীবাজার উপজেলা নির্বাহি কর্মকর্তা আশিক নুর বলেন, আমরা মাঠে রয়েছি, আজ (শনিবার) এখন পর্যন্ত কাউকে জরিমানা করা হয়নি, তবে রাত ৮টায় বিস্তারিত জানাতে পারবেন। তিনি জানান, অপ্রয়োজনীয়ভাবে মানুষের বাহির হওয়া ঠেকাতে প্রশাসন মাঠে কঠোর কাজ করে যাচ্ছে। এসময় তিনি করোনার প্রকোপ থেকে বাচতে সবাইকে ঘরে থাকার আহ্বান জানান।