মৌলভীবাজার

মৌলভীবাজারে করোনায় আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৭

মৌলভীবাজার জেলায় একদিনে আরও ৬৭ জনের করোনা শনাক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ১৩৭টি নমুনা পরীক্ষায় ৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৪৯ শতাংশ। গতদিনের তুলনায় বেড়েছে সংক্রমণের হার। শুক্রবার (৯ জুলাই) মৌলভীবাজার সিভিল সার্জন কার্যালয় সূত্রে এই তথ্য জানা যায়।

এদিকে ২৪ ঘণ্টায় জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন আরও একজন। তিনি রাজনগরের বাসিন্দা। মোট মৃত্যুর সংখ্যা ৩৯ জন।

মৌলভীবাজার সদর উপজেলার ৫ নং আখাইলকুড়া ইউনিয়ের আখাইলকুড়া দক্ষিন পাড়া গ্রামের হাজী গোলাম মোস্তফা (৬৫) বৃহস্পতিবার রাতে করোনা পজেটিভ নিয়ে সিলেটের শহীদ সামসুদ্দীন মেডিকেলে মৃত্যু বরণ করেন।

জেলায় এ পর্যন্ত মোট ৩ হাজার ৪৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮ জন। মোট সুস্থ হয়েছেন ২৭৭১ জন। হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৫ জন। নতুন আক্রান্ত ৬৭ রোগীর মধ্যে রাজনগরের ১৫ জন, বড়লেখার ৪ জন, কমলগঞ্জের ২ জন এবং মৌলভীবাজার ২৫০-শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের ৪৬ জন।

 

Back to top button