মৌলভীবাজার
শ্রীমঙ্গলে ১৮ দিন পর খন্ডিত নারীর মস্তক উদ্ধার!

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১৮ দিন পর উদ্ধার করা হয়েছে সেই খন্ডিত নারীর মাথা।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার সাইফ চা বাগান এলাকা থেকে পুলিশ মাথাটি উদ্ধার করেছে ।
গত ২১ জুন উপজেলার মির্জাপুর ইউনিয়নের দক্ষিণ পাচাউন গ্রামের একটি কচুখেত থেকে শরীর বিহীন একটি কাটা পা ও উরু এবং আধা কিলোমিটার দূরে দুটি কাটা হাত উদ্ধার করা হয়। পরদিন একটি ঝোপঝাড় থেকে মাথা বিহীন শরীর উদ্ধার করা হয়।
শ্রীমঙ্গল থানার পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন বলেন, ‘বাগানের শ্রমিকরা কাজ করতে গিয়ে চা বাগানের ভেতর একটি মাথার খুলি দেখতে পেয়ে আমাদের খবর দেয়। আমরা মাথার খুলিটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। ধারণা করছি গত ২১ জুন পাওয়া মাথা বিহীন শরীর পেয়েছিলাম সেটি সেই নারীর মাথার খুলি। আমরা বিষয়টি তদন্ত করছি।