বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারের গ্রামীন বাজারগুলোতে বাড়ছে লোক সমাগম, অটোরিক্সা চলছে ভয়ডরহীন ভাবে!

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজারে লকডাউনের ৫ম দিনে গ্রামীন বাজারগুলোতে লোক সমাগম বেড়েছে। গনপরিবহন না চললেও থামানো যাচ্ছেনা সিএনজিচালিত অটোরিক্সা। তবে প্রতিদিনের মতো মাঠে রয়েছে পুলিশ-বিজিবিকে সাথে নিয়ে উপজেলা প্রশাসন। এরই মধ্যে সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হয়েছে কঠোর  লকডাউন বেড়েছে আগামী ১৪ জুলাই পর্যন্ত।

সরেজমিনে উপজেলার বিভিন্ন জায়গা ঘুরে দেখা গেছে, গ্রামীন বাজারে লোক সমাগম ব্যাপক, দোকানপাটের একটি বৃহৎ অংশ বন্ধ থাকলেও বিধিনিষেধে থাকা অনেক দোকান এক সাটার করে খুলে রেখেছেন ব্যবসায়ীরা।  বিয়ানীবাজার পৌরশহরে প্রশাসনের কঠোর মনিটরিংয়ের কারনে লোক সমাগম  কম থাকলেও দুপুরে দেখা গেলো ভিন্ন চিত্র। গনপরিবহন চলার বিধিনিষেধ থাকার পরও পৌরশহরের দক্ষিন বাজারে ইসলামী ব্যাংকের সামনে স্ট্যান্ডের মতো ১০-১৫ টি সিএনজিচালিত অটোরিক্সা রয়েছে।

অটোরিক্সা চালকদের সাথে কথা বলার চেষ্টা করলে নাম প্রকাশ না করার শর্তে একজন সিএনজি চালক বলেন, ভাড়ায় সিএনজি চালিয়ে ৬জনের পরিবার চালান তিনি। গত চারদিন থেকে লকডাউনে বন্ধ থাকায় এক বেলা খাবারও কষ্টকর হয়ে পড়ছে। কোনো জায়গা থেকে সাহায্য না আসায় অনেকটা বাধ্য হয়ে তিনি সিএনজি নিয়ে বেরিয়েছেন।

আরেকজন সিএনজি চালক বলেন, সরকার সিন্ধান্ত নিয়েছে জনগনের স্বার্থে কিন্তু আমরা যারা ৪০০-৫০০ দৈনিক দিনমজুর তারা আসলে করার কিচ্ছু। প্রশাসনের ধরপাকড়, জরিমানার মধ্যেও ঝুকি নিয়ে গাড়ি বের করতে হয়।

এদিকে, সোমবারও বিয়ানীবাজারের বিভিন্ন জায়গায় লকডাউনে সরকারি বিধিনিষেধ অমান্যকারিদের বিরুদ্ধে অভিযান করেছে ভ্রাম্যমান আদালত। এসময় বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যাক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিস্ট্রেট বিয়ানীবাজার উপজেলা নির্বাহি কর্মকর্তা আশিক নুর।

Back to top button