মৌলভীবাজারে চুরি হওয়া মালামালসহ গ্রেপ্তার ৩

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ভাটেরা বাজারে গত (১ জুন) বৃহস্পতিবার ভোরবেলা কাপড়ের দোকানের শাটার ভেঙে চুরি করা মালামাল সহ ৩ আসামিকে গ্রেপ্তার করেছে কুলাউড়া থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়, গত (১জুন) বৃহস্পতিবার মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ফেঞ্চুগঞ্জ সীমান্তবর্তী ভাটেরা বাজারে অজ্ঞাতনামা তিন চোর আনুমানিক ভোরবেলা দোকানের শাটার ভেঙে টাঙ্গাইল শাড়ি,আমানত শাহ লুঙ্গি সহ বিভিন্ন কোম্পানির ১লক্ষ ৮৩ হাজার ৫০০ টাকার কাপড় চুরি করে নিয়ে যায়।
দোকানের মালিক শিবলু মিয়া (৩০) পিতা-মৃত শহিদ মিয়া,গ্রাম আশিঘর, থানা ফেঞ্চুগঞ্জ,জেলা সিলেট, কুলাউড়া থানায় এসে মামলা দায়ের করলে (মামলা নং-৪(০৭)২০২১) কুলাউড়া থানা পুলিশ মামলা রুজু করে।
মামলা রুজু হওয়ার পর কুলাউড়া থানা পুলিশের অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায়ের নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আমিনুল ইসলাম,এসআই মাসুদ আলম ভূঁইয়া তথ্য প্রযুক্তি ব্যবহার করে জুড়ী থানা হতে ২ চোর কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতরা হলেন, মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার কালীনগর গ্রামের মৃত তৈমুছ আলীর ছেলে আব্দুল কালাম (৩২)। অপরজন হলেন অত্র উপজেলার ভোগতেরা গ্রামের আবদুল মতিনের ছেলে কামরুল ইসলাম (৪২)
তাদের দেওয়া সূত্র মতে অপর আসামি কে সিলেট জেলার কোতোয়ালি থানার বন্দরবাজারস্হ হাসান মার্কেট এর ৩৬/৩৭ নং দোকানে অভিযান চালিয়ে আসামি নরসিংদী জেলার চৌগিরাপাড়া উপজেলার বারুতখানা গ্রামের মৃত সফর আলীর পুত্র মোহাম্মদ মালেক মিয়া (৪২) কে গ্রেফতার করে কুলাউড়া থানা পুলিশ।
আটকের পাশাপাশি তার দোকান হইতে বাদীর চোরাই যাওয়া ১৩৬ পিছ কেয়া প্রিন্ট শাড়ী, ৫১ পিছ ময়ুরী প্রিন্ট শাড়ী, ৪২ পিছ লিপি প্রিন্টের শাড়ী, ১১০ পিছ হাফসানা ও সালাহউদ্দিন কোম্পানীর লুঙ্গী, ৫২ পিছ আমানত শাহ লুঙ্গী, ৪১ পিছ টাঙ্গাইল শাড়ী যাহার সর্বমোট মূল্য ১,৮৩,৫০০টাকা উদ্ধার করেন।
কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায় বলেন, আটককৃত আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অভিযোগ পাওয়ার পর দ্রুত সময়ের মধ্যে আমরা বাদীর দোকানের চোরাই যাওয়া মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছি।