বিয়ানীবাজার সংবাদ
বিয়ানীবাজারে সর্বশেষ করোনা পরিস্থিতি
বিয়ানীবাজার টাইমসঃ করোনার ভারতীয় ভ্যারিয়েন্টে টালমাটাল বাংলাদেশ। দিনদিন বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা, সেই সাথে বিয়ানীবাজার উপজেলার অনেক মানুষের করোনা উপসর্গ রয়েছে। যারা করোনা পরীক্ষা করাচ্ছেন তাঁদের মধ্যে একটি বৃহৎ অংশের করোনা শনাক্ত হচ্ছে। সরকার ঘোষিত লকডাউনে করোনার এমন পরিস্থিতিতেও মানুষের বাইরে আসা থামানো যাচ্ছেনা।
বিয়ানীবাজারে দুইজন নির্বাহি ম্যাজিস্ট্রেটের নের্তৃত্বে দুটি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাঠে রয়েছে পুলিশ, সেনা ও বিজিবির সদস্যরা। তারা সরকারি বিধিনিষেধ মানাতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন।
বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্যমতে, বিয়ানীবাজার উপজেলায় মোট করোনা পজিটিভ রোগীর সংখ্যা ৬৩০,আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৫২৫ জন, করোনা আক্রান্ত হয়ে উপজেলায় মৃত্যুবরন করেছেন ৩২ জন, এখোনো চিকিৎসাধীন রয়েছেন ৭৩ জন।