মৌলভীবাজার
রোহিঙ্গা সন্দেহে মৌলভীবাজারে আটক-১৪

নিউজ ডেস্ক- মৌলভীবাজার সদর উপজেলা থেকে রোহিঙ্গা সন্দেহে ১৪ ব্যক্তিকে আটক করেছে মডেল থানা পুলিশ। শুক্রবার (২ জুলাই) সন্ধ্যায় সদর উপজেলার চুবরা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়েছে। তাৎক্ষনিকভাবে তাদের নাম ও পরিচয় পাওয়া যায়নি। অনেকেই এদেরকে রোহিঙ্গা বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিচ্ছেন।
মৌলভীবাজার মডেল থানার ওসি ইয়াছিনুল হক বিষয়টি নিশ্চিত করে এ প্রতিনিধিকে জানান, লকডাউনের সময় আইন অমান্য করায় এদেরকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা রোহিঙ্গা কিনা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে তাদেরকে জিঞ্জাসাবাদ করা হচ্ছে।