বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে লকডাউনে গ্রামীন বাজারগুলোতে পুলিশের নজরদারি

জুনিয়র প্রতিবেদকঃ বিয়ানীবাজারের বারইগ্রামে সকাল থেকেই ছিল পুলিশের কঠোর তৎপরতা। বিয়ানীবাজার থানা-পুলিশের হস্তক্ষেপে বাজার ছিল অনেকাংশে ফাকা।

সরেজমিনে বারইগ্রাম বাজার ঘুরে দেখা যায় বিপনি বিতানসহ সব গুলো ব্যবসা প্রতিষ্ঠান প্রায় বন্ধ। নিত্যপ্রয়োজনীয় দোকান পরে গুটিকয়েক দোকান খোলা থাকলেও পুলিশের হস্তক্ষেপে সেগুলোও বন্ধ করতে বাধ্য হন ব্যবসায়ীরা।

সরেজমিনে কথা হয় বারইগ্রাম বাজারের চেকপোস্টে দায়িত্বরত বিয়ানীবাজার থানার উপ-পরিদর্শক মোকলেছুর রহমানের সাথে। তিনি বলেন অপ্রয়োজনে কোন যানবাহন চলতে দেওয়া হচ্ছে। প্রত্যেকটি গাড়িকে জিজ্ঞাসা বাদের আওতায় নেওয়া হচ্ছে। অপ্রয়োজনে কেউ বের হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে প্রশাসন।

উল্লেখ্য সকালের শুরুতে বিয়ানীবাজার-বারইগ্রাম আঞ্চলিক মহাসড়কে সিএনজি চালিত অটোরিক্সা থাকলে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর হস্তক্ষেপে তা তাৎক্ষণিক ভাবে নিয়ন্ত্রণে চলে আসে।

Back to top button