বিয়ানীবাজার সংবাদ

কমলগঞ্জে ছাগলে ধান খাওয়াকে কেন্দ্র করে কৃষক খুন

নিউজ ডেস্ক- মৌলভীবাজারের কমলগঞ্জে ধানি জমির রোপণকৃত ধান ছাগলে খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে শহিদ মিয়া (৩৫) নামে এক কৃষক খুন হয়েছেন। তিনি ছয়ঘরি গ্রামের আসিদ আলীর ছেলে।

এ ঘটনায় দুদু মিয়া নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ সোমবার বিকাল ৫টায় ইসলামপুর ইউনিয়নের ছয়ঘরি গ্রামে ঘটনাটি ঘটেছে।

নিহতের ভাই তৌহিদ জানান, সোমবার বিকেলে তাদের ধনি জমির রোপণকৃত ধান একই এলাকার মৃত আমজাদ উল্ল্যার ছেলে দুদু মিয়ার ছাগলে খেয়ে ফেলে। এ সময় তার ভাতিজা ১১ বছরের শিশু করিম মিয়া ছাগলটিকে মারধর করে। পরে দুদু মিয়া তার ছেলে ফজিল আলী, দুদু মিয়ার ছোট ভাই বাচ্চু মিয়া ও আরজু মিয়ার ছেলে কান্তু মিয়া তার ভাতিজাকে মারধর করে। তার ভাতিজার হাল্লা চিৎকারে তার ভাই শহিদ ঘটনাস্থলে গিয়ে তর্কে জড়িয়ে পড়লে এক পর্যায়ে দুদু মিয়া ও তার স্বজনরা শহিদকে ছুরিকাঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়ে। আহত অবস্থায় স্থানীয়রা শহীদ মিয়াকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার টি এইচ নিশিতা ও এ কে এম সামছুদ্দিন তাকে মৃত ঘোষণা করেন।

কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় দুদু মিয়া নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

Back to top button