মৌলভীবাজার

শ্রীমঙ্গলে ৪দিনেও মিলেনি সেই লাশের মাথা ও একটি পা

নিউজ ডেস্ক- মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি পা, ঊরু, দুটি হাতসহ এক নারীর খণ্ডিত শরীর পাওয়া গেলেও মাথা ও একটি পা চার দিন পরও খুঁজেও পাওয়া যায়নি। সেই সঙ্গে পাওয়া যায়নি নিহত নারীর পরিচয়ও।

গত সোমবার সকালে মির্জাপুর ইউনিয়নের যাত্রাপাশা দক্ষিণ পাচাউন গ্রামে একটি কচুখেতে ওই নারীর প্রথমে একটি কাটা পা ও ঊরু উদ্ধার করে পুলিশ। পরে ওই দিন দুপুরে ওই স্থানের আধা কিলোমিটারের ভেতর দুটি বাঁশঝাড় থেকে দুটি কাটা হাত উদ্ধার করে পুলিশ। পরদিন মঙ্গলবার সকালে ওই জায়গা থেকে এক কিলোমিটার দূরে বৌলাছড়া এলাকায় মাথা ও পা-বিহীন শরীর উদ্ধার করে পুলিশ।

শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ূন কবির আজ বৃহস্পতিবার বলেন, ‘আমরা বিভিন্ন জায়গায় খণ্ডিত মরদেহের মাথা ও একটি পা খোঁজ করছি। এখনো সেটা পাওয়া যায়নি। আমরা বিভিন্নভাবে ওই খণ্ডিত মরদেহের পরিচয়ও বের করার চেষ্টা করে যাচ্ছি।’

Back to top button