জুড়িতে অনার্স পড়ুয়া ছাত্রের ব্লাক ফাঙ্গাসের উপসর্গ

নিউজ ডেস্কঃ মৌলভীবাজারের জুড়ীতে এক ছাত্রের ব্লাক ফাঙ্গাসের উপসর্গ দেখা দিয়েছে। করোনা সংক্রমের ৩ দিন পর থেকে তার চোখ লাল হয়ে গেছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বর্তমানে তিনি তার বাড়িতে চিকিৎসাধীন আছে।
হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের অনার্স ৪র্থ বর্ষের এ শিক্ষার্থীর বাড়ি জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নে। গত ১৮ জুন তার করোনা উপসর্গ দেখা দিলে তিনি জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা পরীক্ষা করে তার করোনা শনাক্ত হয়। এরপর দিন তার চোখ লাল হয়ে গেলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহের কাছ থেকে চোখের ড্রপ নিয়ে এসে ঘরে বসে চিকিৎসা নিচ্ছে।
বর্তমানে তার মাথা ব্যথা, চোখে ব্যথা, চোখ লাল, ঘাড় ব্যথা, চোয়ালে ব্যথার সমস্যায় ভুগছেন বলে তিনি জানান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ বলেন, জুড়ীতে ব্লাক ফাঙ্গাস রোগ পরীক্ষার মেশিন নেই। এটা পরীক্ষার জন্য তাকে সিলেট পাঠানো হবে।