মৌলভীবাজার

মৌলভীবাজারে রেস্টুরেন্টকে জেলা প্রশাসনের জরিমানা

নিউজ ডেস্ক-  মৌলভীবাজারের জেলা সদরে করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি অমান্য করে সামাজিক অনুষ্ঠান আয়োজন করায় এম সাইফুর রহমান সড়কের আর,এস কাইরান চাইনিজ রেস্টুরেন্ট ও ওয়েস্টার্ন রেস্টুরেন্ট ও পার্টি সেন্টারকে জরিমানা করা হয়েছে।

সোমবার (৭ জুন) রাতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তানভীর হোসেন ও অর্ণব মালাকার সেই হোটেল দুটিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

এছাড়া অন্যান্য সকল রেস্টুরেন্ট, পার্টি সেন্টার ও কনভেনশন হলকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সকল প্রকার সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক অনুষ্ঠান আয়োজন থেকে বিরত থাকার জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে।

নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছেন বলে জেলা প্রশাসক মীর নাহিদ

Back to top button