বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে শহীদ মনু মিয়া দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক ঃ নামা কর্মসূচির মধ্যদিয়ে বিয়ানীবাজারে ঐতিহাসিক ৭ জুন ‘শহীদ মনু মিয়া দিবস উদযাপিত হয়েছে।

আজ সোমবার (৭ জুন) শহীদ মনু মিয়া স্মৃতি পরিষদের উদ্যোগে বিয়ানীবাজার পৌর শহরের নয়াগ্রামে স্থাপিত স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন শহীদ মনু মিয়া স্মৃতি পরিষদ। এসময় উপস্থিত ছিলেন স্মৃতিসৌধের সাধারণ সম্পাদক খালেদ সাফুদ্দিন জাফরী, শিক্ষাবিদ মজির উদ্দিন আনছার, সদস্য বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান, মুক্তিযোদ্ধা গল্পকার আব্দুল মালীক ফারুক।

এরপর স্মৃতিসৌধে পুষ্পস্থবক অর্পন করেন বাংলাদেশ আওয়ামী লীগ বিয়ানীবাজার উপজেলা শাখার নেতৃবৃন্দ,বিয়ানীবাজার সাংস্কৃতিক কমাণ্ড এবং শহীদ মনু মিয়ার নিজ এলাকা নয়াগ্রাম নবীন সংঘসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

এ সময় উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান খান, সহ সভাপতি আহমেদ হোসেন বাবুল, সহ সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আওয়াল, সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন সহ নেতৃত্ববৃন্দ।

উল্লেখ্য, ১৯৬৬ সনের এইদিনে বাঙালির মুক্তির সনদ ৬ দফা তথা স্বাধিকার আন্দোলনে প্রথম শহীদ হন পঞ্চখণ্ড তথা বিয়ানীবাজারের সূর্য সন্তান ফখরুল দৌলা মনু মিয়া। প্রতিবছর ৭ ই জুন শ্রদ্ধার সাথে দিনটি পালিত হয়।

Back to top button