মৌলভীবাজার

মৌলভীবাজারে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান

মৌলভীবাজার জেলা সদরে অপরাধ নিয়ন্ত্রনে কাগজপত্র বিহিন ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করেছে পুলিশ। শনিবার (৫ জুন) সন্ধ্যা থেকে শহরের বিভিন্ন পয়েন্টে এ বিশেষ অভিযান চালানো হয়।

মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া সংবাদকর্মীদের বলেন, যেসব মোটরসাইকেলে কোন কাগজপত্র নেই সেগুলো আটক এবং প্রয়োজনীয় কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকা যানবাহন চালকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে। তিনি আরোও বলেন- শহরে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মৌলভীবাজার সদর ট্রাফিক পুলিশের সার্জেন্ট কুতুব উদ্দিন বলেন, এ অভিযানে ৪০টি মামলা হয়েছে এবং বিআরটিএ এর কাগজপত্র বিহিন মোটর সাইকেল আটক করা হয়েছে। চালক বৈধ কাগজ পত্র দেখাতে পারলে সেগুলো ছেড়ে দেয়া হবে।

Back to top button